স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রæপে আজ মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এখন বেশ উজ্জীবিত ক্রোয়েশিয়া। তাদের লক্ষ্য আর্জেন্টাইদের বিপক্ষে বড় ধরনের কোন অঘটন ঘটিয়ে শেষ ষোল নিশ্চিত করা। ম্যাচে আর্জেন্টাইনদের চেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে মাঠে নামার অপেক্ষায় থাকলেও ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিচ বেশ সাবধানী। তিনি মেসিদের বিপক্ষে ক্রোয়েশিয়ান একাদশে পরিবর্তন আনার কথা ভাবছেন। জলাতকো দালিচ গতকাল ইঙ্গিত দিয়েছেন যে, আর্জেন্টিনার বিপক্ষে তার একাদশে দু’টি পরিবর্তন আনবেন তিনি। প্রথমত, ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের বদলে দলে আনবেন ভেদরান করলুকাকে। ডেজান লভরেন এবং দোমাগজ ভিদার সঙ্গে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকবেন করলুকা। দ্বিতীয়ত, ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের জায়গায় কোচ খেলাবেন অ্যাটাকিং মিডফিল্ডার মিলান বাদেলজকে। মারিও মানজুকিচের সঙ্গে ক্রোয়েশিয়ার আক্রমণভাগে থেকে বাদেলজ ভীতি ছড়াবেন আর্জেন্টাইন রক্ষণদূর্গে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন