শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

সাম্পাওলির ক্ষমা প্রার্থনা

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১১:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়ার লড়াইয়ে সন্তুষ্টজনক ছিল না গত আসরের রানার্সআপ আর্জেন্টিনার পারফরম্যান্স। মূল আসরের শুরুটাও বাজে হয়েছে তাদের। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রথম বারের মতো বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বসে দলটি। বড় হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির কোচ হোর্হে সাম্পাওলি। সেই সঙ্গে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠতে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করার প্রতিশ্রতি দিয়েছেন এই আর্জেন্টাইন। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেন, ‘এটা লজ্জার কিনা জানি না, কিন্তু আমি নিশ্চিতভাবে কষ্ট পাচ্ছি। দীর্ঘ সময় পর কোচ হিসেবে আমি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। এটা আরও বেশি বেদনাদায়ক এই কারণে যে আমি আমার দেশের জার্সি পরে আছি। এই ম্যাচে আমাদের পরিকল্পনা কাজে দেয়নি। কী হয় আমাদের দেখতে হবে। আমাদের যা আছে তার সবটুকু দিয়ে শেষ সুযোগটাতে লড়তে হবে এবং সবটা দিতে হবে। আমাদের আর কোনো বিকল্প নেই। খারাপ লাগছে কারণ আর্জেন্টিনার মানুষ আমাদের থেকে যা আশা করে আমরা সে পর্যায়ে ছিলাম না।’
আর্জেন্টিনার সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন সাম্পাওলি, আমি তাদের ক্ষমা প্রার্থনা করব। বিশেষ করে আর্জেন্টিনার সেই সব সমর্থকের কাছে যারা অনেক চেষ্টা করে এখানে এসেছে। আমি যা বলেছি তার পুনরাবৃত্তি করছি, আমি দায়ী। আগে একজন সমর্থকের মতোই আমার স্বপ্নাতুর চোখ ছিল। তাই আমি ব্যথিত। আমি আমার দায়িত্বের সর্বোচ্চটাই করেছি। কিন্তু তারা যেমনটা চেয়েছিল সে উপায় আমি একেবারেই তাদের দিতে পারিনি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন