শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটুয়াখালীতে টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি : কাজী ইকবাল সভাপতি-মুজাহিদ প্রিন্স সাধারণ সম্পাদক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৭:৪৮ পিএম

পটুয়াখালীতে টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি ও এনটিভি জেলা প্রতিনিধি কাজল বরণ দাসের সভাপতিত্বে স্থানীয় মল্লিকা পার্টি সেন্টারে আয়োজিত সভায় বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী সামসুর রহমান ইকবালকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ কমিটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কলকাতা টিভির মো. জাফর খান, সহ-সভাপতি, সময় টেলিভিশনের মনির হোসেন বাদল- যুগ্ম সাধারন সম্পাদক, এশিয়ান টেলিভিশনের মো.আবুল হোসেন তালুকদার- কোষাধ্যক্ষ, জিটিভির মো.মাছুম খান-দপ্তর সম্পাদক, এটিএন নিউজ এর মো. জাহিদ রিপন- তথ্য ও যোগাযোগ সম্পাদক, মোহনা টেলিভিশনের মো. সোহাগ রহমান- ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, এনটিভির কাজল বরণ দাস, আরটিভির মুফতি সালাহউদ্দীন ও এস.এ টিভির মো.শহিদুল আলম কার্যকরি সদস্য। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন ও দৈনিক সাথী সম্পাদক আনোয়ার হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন