শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

মিলিয়ন ছাড়ালো দর্শক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৮:৫৬ পিএম

রাশিয়া বিশ্বকাপের প্রথম দিন থেকেই কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়ামের গ্যালারিগুলো -ইন্টারনেট


রাশিয়া বিশ্বকাপে দর্শক উপস্থিতির সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে জানালো ফিফা। ইতোমধ্যে সেই সংখ্যা আরও বেড়েছেও। কারন অষ্টম দিনের পরই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে। তাদের খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো। নিজেদের অফিসিয়াল পেইজে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টুর্নামেন্টের অষ্টম দিন ও ২১তম ম্যাচে স্টেডিয়ামে খেলা দেখা দর্শকদের সংখ্যা এক মিলিয়ন হয়। ২১তম ম্যাচটি ছিলো ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার। ঐ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিটি ম্যাচেই গড়ে প্রায় ৪৮ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলো।’ আরও অবাক করা তথ্য দিয়েছে ফিফা। তা’হল, এবারের আসরে ২৩ জুন) অবধি মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচেই গ্যালারি পরিপূর্ণ ছিলো। অর্থাৎ, ঐ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৮ হাজার ১১জন। রাশিয়া-সউদী আরব, জার্মানি-মেক্সিকো ও পর্তুগাল-মরক্কো ম্যাচে ধারণক্ষমতা ছিলো ভরপুর।’ ফিফা আরও জানায়, ‘বিশ্বকাপের প্রথম সাতদিনেই ২ দশমিক ৫ মিলিয়ন মানুষ ফিফা ফ্যান সাইট পরিদর্শন করে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
তারেক মাহমুদ ২৫ জুন, ২০১৮, ২:২৮ এএম says : 0
সারা বিশ্বের এখন বড় উন্মাদনা হচ্ছে ফুটবল বিশ্বকাপ
Total Reply(0)
মোঃ জহিরুল ইসলাম ২৫ জুন, ২০১৮, ৫:৩৫ এএম says : 0
খুব সহজ উপায়ে সমবায়ের মাধ্যমে আমি দেশকে সম্বৃদ্ধির উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো! যদি সরকার আন্তরিক সহযোগিতা করে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন