শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

উত্তেজনা ছড়ালো ডাগআউটেও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৮:৫৭ পিএম

গতপরশু রাতে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে জার্মানি-সুইডেন। পুরো ম্যাচে শক্তিশালী জার্মানের বিপক্ষে লড়াই করেছিল সুইডিশরা। তবে যোগ করা মিনিটে টনি ক্রুসের দারুণ গোলে জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সেই গোলের পরই শুরু হয় উত্তেজনা। জয় উদযাপন করতে গিয়ে সুইডেনের বেঞ্চের সামনে গিয়ে কিছু একটা বলে ফেলেছিলেন জার্মান এক অফিসিয়াল। আর সেখান থেকেই শুরু হয় উত্তেজনা।
জার্মানের এক কোচিং কর্মকর্তা সুইডেনের বেঞ্চের সামনে গিয়ে হাত নাড়িয়ে কিছু একটা বলে ফিরতেই উত্তেজিত হয়ে ওঠেন সুইডেন কোচ ইয়ান অ্যান্ডারসন। তার সাথে উত্তেজিত হয়ে এগিয়ে আসেন সুইডিশ কোচরাও। এরপর অতিরিক্ত খেলোয়াড়রাও উত্তেজিত হয়ে এগিয়ে আসেন সেখানে। ততক্ষণে জার্মান কর্মকর্তাকে সরোজে এক ধাক্কা দেন সুইডিশ কোচ। তবে এরপরই রেফারি আর সাইড বেঞ্চে বসে থাকা জার্মান কর্মকর্তারা এসে নিষ্পত্তি করলে উত্তেজনা আর বেশিদূর গড়ায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন