বিনা টিকিটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে ভ্রমণের দায়ে ৮৭ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল ২৬ জুন দুপুর থেকে রাত অবধি যাত্রা শুরু লালমনিরহাট থেকে ঢাকা কমলাপুর পৌঁছা পর্যন্ত অভিযান চালিয়ে ওই যাত্রীদের জরিমানা করা হয়।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালমনিরহাট থেকে রাজধানী ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ৮৭ জন যাত্রীর কাছ থেকে ৪৩ হাজার ৭২০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন