বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

ধা রা বা হি ক মসনবী শরীফ

কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.

৮৩৮. নফস হলো পাথর লোহা, ঘর্ষণে যার অগ্নি হয়
মূর্তি হলো অগ্নি শিখা, অগ্নি-কারণÑ মূর্তি নয়।

৮৩৯. অগ্নি নেভে পানির দ্বারাÑ লৌহ, শিলার মধ্যকার
‘অগ্নি-মূলে’ কে নেভাবে, আছে এমন সাধ্য কার ?

৮৪০. গুপ্ত আছে লৌহ, শিলায়, অগ্নি কে তার পায় নাগাল
ডুবালেও পানিতে তার সক্ষমতা রয় বহাল।

৮৪১. পাথর, লোহা এ দুই যেমন অগ্নি, ধূয়ার উৎস মূল
মন-কুফরীর প্রকাশ, যে সব করছে য়াহুদ খ্রিস্টকুল।

৮৪২. দৃশ্যমান ওই মুরত যেমন নোংরা পানি পাত্রটার
আর ওই পচা নোংরা পানি? উৎস হলো নফস তার।

৮৪৩. বন্যাকালে সড়ক ’পরে ময়লা পানির বয় জোয়ার
উৎস ভূমি কুফরী ঢলেরÑ নফস মুরত নির্মাতার।

৮৪৪. শত কলস ভাঙতে পারে অবলীলায় এক কাকর
ঝর্ণাধারা নেয় ভাসিয়ে অনায়াসে সেই পাথর।
৮৪৫. মটকা কিবা কুজোয় পানি রয়না সদা সর্বক্ষণ
ঝর্ণাধারা হয় না নিঃশেষ, জারি থাকে চিরন্তন।

৮৪৬. মূর্তি ভাঙা সহজ বটে, অতি সহজÑ কঠিন নয়
নফস দমন সহজ ভাবা আহাম্মুকি সুনিশ্চয়।

৮৪৭. হাল-হকিকত বুঝতে যদি চাহো তুমি এ নফসের
সপ্ত দুয়ারসহ পড় বর্ণনা জাহান্নামের।

৮৪৮. ধান্ধাবাজির, ফন্দিবাজির আছে তাহার হাজার চাল
শত ফারাও মরছে ডুবে সদলবলে হয়ে নাকাল।

৮৪৯. নবী মূসা এবং মূসার খোদার কাছে লও শরণ
ফিরাউনী কাজ-কামেতে হারিও না ঈমান ধন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন