রাশিয়া বিশ্বকাপে ‘বি’ গ্রæপ সেরা হয়েই নক আউট পর্ব নিশ্চিত করেছে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবার তাদের চোখ কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় পর্বে স্পেনের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। আপাতদৃষ্টিতে স্পেনের বিপক্ষে ‘আন্ডার ডগ’ হিসেবেই মাঠে নামবে স্বাগতিকরা। তবে স্প্যানিশদের বর্তমান ফর্ম খুব একটা সুবিধার নয়। গ্রæপ সেরা হয়ে শেষ ষোল’তে পা রাখলেও প্রতিটি ম্যাচেই ভুগেছে তারা। তার ওপর বিশ্বকাপ শুরুর মাত্র দু’দিন আগে নতুন কোচ নিয়োগ দেয়ায় স্পেন দলের অবস্থাও টালমাটাল। তারপরও তাদের দৃষ্টি বহুদূর। কিন্তু স্প্যানিশদের টালমাটাল অবস্থার সুযোগটা কাজে লাগাতে চায় রাশিয়া। দলের বর্তমান তারকা ডেনিস চেরিশেভের বাবা সাবেক ফুটবলার দিমিত্রি চেরিশেভ মনে করেন, স্পেনকে হারিয়েই স্বাগতিকরা শেষ আটে জায়গা পাবে।
বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে বাজে দল ছিল রাশিয়া। সবাই ধরেই নিয়েছিল, দক্ষিণ আফ্রিকার পর রাশিয়াই প্রথম স্বাগতিক হিসেবে গ্রæপ পর্ব থেকে বাদ পড়তে যাচ্ছে। কিন্তু সবার ধারণাই ভুল প্রমাণ করে গ্রæপের প্রথম ম্যাচে সউদী আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা। পরের ম্যাচে মিসরকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোল নিশ্চিত হয় তাদের। আর শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের হার রাশিয়াকে জায়গা দেয় গ্রæপের দ্বিতীয়স্থানে। ফলে নক আউট পর্বে শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করতে হচ্ছে স্বাগতিকদের। তবে এই পারফরমেন্সে চিন্তিত নয় দিমিত্রি চেরিশেভ। তিনি বলেন, ‘আমি মনে করি শেষ ষোল’তে আমরাই জিতবো এবং কোয়ার্টার ফাইনালে পা রাখবো। স্পেন বর্তমানে সঙ্কটে আছে। কারণ আমরা বিশ্বকাপ নিজের মাটিতে খেলছি এবং আমাদের জিততেই হবে। বিশ্বকাপের দু’দিন আগে কোচ বদল করাটা বাড়াবাড়ি। আমার ধারণা স্প্যানিশরা এটা নিয়ে কিছুটা ভুগছে।’
ছেলে ডেনিসের পারফরম্যান্সে ভীষণ খুশি দিমিত্রি। তিনি আশা করছেন, স্পেনের বিপক্ষে গোল পাবে তার ছেলে। এ প্রসঙ্গে তার কথা, ‘ডেনিস পুরোপুরি আতœবিশ্বাসী। সে এখন খুবই খুশি। স্পেনের বিপক্ষে ম্যাচটা তার জন্য বিশেষ কিছু হবে। আমি আশাবাদী সে স্পেনের বিপক্ষে আরো ভালো খেলবে এবং গোলও করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন