আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফরাসিদের জয়ের নায়ক ১৯ বছর বয়সী তারকা কিলিয়ান এবমাপে। ব্রাজিল কিংবদন্তি পেলের পর বিশ্বকাপের নক-আউট পর্বে ম্যাচে জোড়া গোল করলেন তিনি।
চার মিনিটের ব্যবধানে করা তার জোড়া গোলেই ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এরপর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ে আগুয়েরোর গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। ম্যাচ শেষে এমবাপে অনুভুতি প্রকাশে পেলের কথা স্বরণ করে বলেন , ‘পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে পরিগণিত হতে পেরে আমি খুশি। পেলে আলাগা জগতের, তবে এমন মানুষের পাশে বসতে পারাটা দারুণ।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন