শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

মার্সেলোকে পাচ্ছে তো ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৫:০৭ পিএম

ব্রাজিলের শুরুর একাদশে নেই মার্সেলো। যদিও শেষ মুহূর্তে ব্রাজিল কোচ তিতে জানালেন শুরুর একাদশে রাখা হচ্ছে না তাকে। সোমবার মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল ডিফেন্ডার মার্সেলোর খেলার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন থেকেই। চোট শঙ্কায় তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চান না তিনি।
তবে ম্যাচের কিছু অংশে খেলতে পারেন ব্রাজিলীয় এ তারকা। তিতে একাদশ নিয়ে জানান, ‘শুরুর একাদশ নিয়ে সব সময়ই প্রতিযোগিতা থাকে। মার্সেলো অনুশীলনে এসেছিল। খেলোয়াড় হিসেবে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে খুব করে হলে কিছু সময়ের জন্যে দেখা যেতে পারে।’
পিঠের চোটের কারণে সার্বিয়ার বিপক্ষে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মার্সেলোকে। তার জায়গায় একাদশে থাকবেন ফিলিপে লুইস। এ প্রসঙ্গে তিতে জানান, ‘আমরা শুরুর একাদশ নিশ্চিত করে ফেলেছি। গত ম্যাচ যারা শেষ করেছিল তারাই খেলবে শুরুতে। তাই লুইস থাকবে, মার্সেলো নয়। অনুশীলন করলেও তার মাত্রা কম ছিল মার্সেলোর। নির্দিষ্ট কিছু কসরত করেছেন। তাতে কোনও সমস্যা হয়নি। তবে সে গতির ক্ষেত্রে এখনও পুরোপুরি ছন্দ ফিরে পায়নি।’
ম্যাচটিতে অতিরিক্ত সময়ে খেলার ভাবনা রয়েছে বলে তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন