বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে মিউজিক্যাল শো: ‘তিব্বত লাক্সারী সোপ গোল্ডেন সং’। গান গাইবেন কণ্ঠশিল্পী স্বপন। তিনি গাইবেন পুরনো দিনের কিছু গান। তার মধ্যে চিরদিনই তুমি যে আমার, কত যে তোমাকে বেসেছি ভালো, চলে যায় যদি যাক, পৃথিবীর সব সুখ, এক বুক জ¦ালা নিয়ে অন্যতম। আফরিন অথৈয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন