শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মার্কিন দূতাবাস বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে -জয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ৪:২১ পিএম | আপডেট : ৪:২৭ পিএম, ৩ জুলাই, ২০১৮

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস গাজীপুর সিটি করপোরেশন নিয়ে বিএনপির মন্তব্যের পুনরাবৃত্তি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস অনেকটা বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে। তারা এই নির্বাচনে অনিয়মের কথা বলছে। কিন্তু নির্বাচনে বিএনপির সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছে না।’ সোমবার (২ জুলাই) রাত সাড়ে দশটার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, ‘নির্বাচনে ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৯টি অর্থাৎ ২ দশমিক ১ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব পালন করার মাধ্যমে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বাতিল ঘোষণা করে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নতুন মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী হাসান থেকে ২ লাখের বেশি ভোট, অর্থাৎ দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনি পর্যবেক্ষকরা সবাই একমত, অনিয়মের অভিযোগ যা এসেছে, তা কোনোভাবেই নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারেনি।’ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানের ফোনালাপ থেকে আমরা জানতে পারি যে, তার দল সহিংসতা তৈরি করার মাধ্যমে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিল।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বক্তব্যে এই বিষয়টিকে কিন্তু এড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। তাই বক্তব্যটি বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসেরই বলে ধরে নেওয়া যায়। বোঝাই যাচ্ছে, দূতাবাসের কর্মকর্তারা তাদের বিএনপির বন্ধুদের সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছেন আজকাল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৩ জুলাই, ২০১৮, ১১:৫২ পিএম says : 0
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে দেয়া পোষ্টে বলেছেন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত গাজীপুর সিটি নির্বাচনের উপর যে বক্তব্য দিয়েছেন সেটা যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়। কারন হিসাবে জয় বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারের নীতি হচ্ছে অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। কাজেই এ বক্তব্য ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য, এতে তিনি বুঝালেন এই বক্তব্যের কোন মূল্যই সরকারের কাছে নেই, তাই এই বক্তব্য গ্রহণ যোগ্য বক্তব্য নয়। রাষ্ট্রদূতকে আরো কটাক্ষ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন যে, আজকাল মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের বিএনপির বন্ধুদের সাথে খুব বেশী সময় কাটাচ্ছে। আমি উপদেষ্টার সাথে একমত পোষন করে বলতে চাই মার্কিন রাষ্ট্রদূতের এতটা ধর্যচুত্য হওয়া কোন ভাবেই উচিৎ হয়নি। আর যদি তার কিছু বলার ছিল সে সেটা দুই দিকের বিষয় সামনে এনে নিজের বক্তব্য দিতে পারতেন। কিন্তু রাষ্ট্রদূত সেটা নাকরে মিডায়ার ঘাড়ে পা দিয়ে বিশেষ একটি দলকে প্রকাশ্যে একতরফা ভাবে সমর্থন দেয়া কোনভাবেই উচিৎ হয়নি তাই না?? সাথে সাথেই দেশের প্রধানমন্ত্রী এরউপর কড়া জবাব প্রদান করে দেশের ভাবমূর্তি রক্ষা করেছেন এটাই সত্য। এতে প্রতিয়মান হয় যে, শেখ হাসিনা আমেরিকার ভয়ে ভীত নন যানাকি সত্যই আমাদেরকে গর্ভিত করেছেন। নেত্রী হাসিনা কূটনৈতিক দিক থেকে অনেক সতর্ক এটাই সঠিক। আল্লাহ্‌ আমাদেরকে আল্লাহ্‌র হেকমত বুঝার শক্তি দান করুন। আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন