শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কাজী মামুনের হাত ধরেই রক্ষা পেলো লাঙ্গলের দূর্গ; ঐক্যের সেতুবন্ধনে হবে মোস্তফার বিজয় : জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম

জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনের হাত ধরেই পল্লীবন্ধুর লাঙ্গলের দূর্গ রংপুরসহ উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনী মাঠে বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে পল্লীমাতার ডাকে তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকরা এখন ভোটের লড়াইয়ে চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে।

শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড়, পাকার মাথা, পাণ্ডাদীঘির মোড় এলাকায় জনসংযোগ শেষে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন জয়। এসময় হাসিবুল ইসলাম জয় বলেন, রংপুরে মোস্তফা ও লাঙ্গলের জোয়ার উঠেছে। বিজয় এখন সময়ের ব্যবধান মাত্র। তাই রওশন এরশাদের মহাঐক্যের ডাক রংপুর ছেড়ে এখন ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গে। আসছে উপ নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি। আগামী ২৭ ডিসেম্বর লাঙ্গলের বিজয় নিশান জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতার লড়াইয়ে প্রতিষ্ঠিত করবে, ইনশায়াল্লাহ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন