শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মশার উৎপাতে নগরবাসী অতিষ্ঠ

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীতে যে হারে মশার উপদ্রব বেড়েছে তাতে মনে হয় ম্যালেরিয়া এবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। মশার দংশনে ঢাকা দক্ষিণের বাসিন্দারা অতিষ্ঠ। খানাখন্দে ভরা পুরান ঢাকার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়কবাতি জ্বলে না, জলাবদ্ধতা কে দূর করবে ওয়াসা না সিটি করপোরেশন? গর্তের কারণে পুরান ঢাকার সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মশার যন্ত্রণায় ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। গরম ও শীত উভয় সময় মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় মশা এখন শক্তিশালী। আগে দেশব্যাপী পরিছন্নতা অভিযান চালানো হতো বর্তমানে এ ধরনের কিছু চোখে না পড়ায় নগরবাসী উদ্বিগ্ন। ফলে মশার বংশবৃদ্ধির সুযোগও অবারিত। মশার জন্মরোধের ব্যবস্থা মশার উপদ্রব নিবারণের জন্য সর্বোত্তম করণীয়। আমরা আশা করি, ঢাকার উভয় সিটি করপোরেশন বিলম্ব না করেই মশকবিরোধী অভিযান শুরু করবে এবং সে অভিযান যাতে সত্যিকারভাবে ফলদায়ক হয় তাও নিশ্চিত করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার, নগরবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। গ্রাউন্ড অপারেশন চালানোর ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কোনো বিকল্প নেই।
মাহবুবউদ্দিন চৌধুরী, ১৭ ফরিদাবাদ-গেÐারিয়া, ঢাকা ১২০৪।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন