ইনজুরির কারণে বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না ব্রাজিলের ডিফেন্ডার দানিলো আলভেজের। এই খবর ব্রাজিল শিবিরে বিশাল আঘাত হিসেবেই এলো। তবে কোচ তিতো বলেছেন, এর প্রভাব দলে পরবে না। বিশ্বকাপ শুরুর আগে রাইট-ব্যাক পজিশনে ব্রাজিল দলের প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন দানিলো আলভেজ। তাকে হারানোয় তৃতীয় পছন্দের ফুলব্যাক ফাগনারই এখন ব্রাজিলের ভরসা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পায়ের গোড়ালির চোটে আক্রান্ত ২৬ বছর বয়সী দানিলো বিশ্বকাপের আর কোনো ম্যাচে খেলতে পারছেন না। রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে কেবল খেলতে পেরেছেন ম্যানচেস্টার সিটির এই ফুল-ব্যাক। বৃহস্পতিবার অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত পান দানিলো। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তখনই চোটের অবস্থা পরীক্ষা করেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পরে জানায়, পরীক্ষায় দেখা গেছে লিগামেন্টে ক্ষতি হয়েছে ম্যানসিটির এই ডিফেন্ডারের। তারা আরও নিশ্চিত করেছেন, এই বিশ্বকাপ আর খেলতে পারবেন না দানিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন