ব্রাজিলকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা জয়টি ‘স্পেশাল’ বলেছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ।
কাজান অ্যারেনায় শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে ২-১ গোল হারায় বেলজিয়াম। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ হওয়া মার্তিনেসের বিশ্বাস এদেন আজার- রোমেলু লুকাকুরা দেশেও বিশেষ মর্যাদা পাবে, ‘ছলেরা পেরেছে। আপনারা দলটার অবিশ্বাস্য হৃদয় দেখেছেন। আপনাকে মানতে হবে ব্রাজিলের দারুণ খেলোয়াড় আছে এবং তারা আপনাকে গুঁড়িয়ে দিবে কিন্তু আমরা সেটা মেনে নেইনি। এটা বিশেষ কিছু। এটা স্পেশাল। বিশ্বকাপে আমরা ব্রাজিলকে হারিয়েছি; দারুণ একটা স্মৃতি তৈরি করেছি।’
এই স্মৃতি আকড়েই পড়ে থাকতে চান না। সামনে পাড়ি দিতে হবে আরো কঠিন পথ সেটিও ভালোই জানা অভিজ্ঞ এই কোচের। তাইতে এখন থেকেই ভাবতে শুরু করেছেন পরবর্তি ম্যাচ নিয়ে, ‘এখন আমাদের সেমি-ফাইনালের জন্য আরও শক্তি প্রয়োজন। ছক তৈরির বোর্ডে আমি একটা ম্যাচও হারিনি। এটা আসলে প্রয়োগের ওপর নির্ভর করে এবং ছেলেরা আমার কৌশল দুর্দান্তভাবে মাঠে প্রয়োগ করেছিল। ছেলেদের খেলার কৌশল বদলাতে সাহসী হতে হবে এবং এটা করার জন্য আমরা দুই দিন সময় পেয়েছিলাম। তারা কৌশলটা বাস্তবে খাটাতে চেয়েছিল। এবার সামনে এগিয়ে যাবার পালা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন