সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

বার্সেলোনা নয় চীনে পাওলিনহো

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:১৯ পিএম

 গত মৌসুমে বেশ চুপিসারেই চীন থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো। নেইমারের বিদায়ের পর ব্রাজিলিয়ান হিসেবে তিনি আসলেও সেই ক্ষত এখনো সারেনি বার্সেলোনার। তবে কাতালান ক্লাবটির জন্য দুঃসংবাদ হলো, আবারো সেই চীনেই যাচ্ছেন পাওলিনহো। চীনে নিজের সাবেক ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে ক্লাবে লোনে যোগ দিলেন তিনি। বার্সেলোনা এবং গুয়াংজু দুই ক্লাবই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে। লোন শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশনও রেখেছেন চীনা ক্লাবটি। ৪০ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে বার্সেলোনা তাকে কিনলেও গুয়াংজুকে পুনরায় তাকে কিনতে খরচ করতে হবে ৫০ মিলিয়ন ইউরো। কাতালান পত্রিকা মুন্ডো দেপোর্তিভোর মতে, চীনা ক্লাবটির হয়ে ১৪ মিলিয়ন ইউরো বেতন পাবেন পাওলিনহো যা বার্সার থেকে প্রায় ৯ মিলিয়ন বেশি। বার্সেলোনার হয়ে এক মৌসুমে ৪৯টি ম্যাচ খেলেছেন। জিতেছেন দুটি ট্রফিও। লিগে তিনি যেই ম্যাচে খেলেছেন সেই ম্যাচে কখনোই হারেনি বার্সা। ব্রাজিলের হয়ে ২০১৮ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে সার্বিয়ার বিপক্ষে একটি গোলও করেছেন পাওলিনহো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন