২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়নের নাম বলে ৫ লাখ টাকা জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লিনকাস। এই অফারে অংশ নিতে ব্যবহারকারীকে গুগল প্লে স্টোর থেকে লিনকাস (LINKUS) অ্যাপ অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে HTTPS://BIT.LY/LINKUS_ROADTOFINALডাউনলোড করতে হবে।
১৫ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ফাইনাল ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অ্যাপে চলবে, ‘রোড টু ফাইনাল’ শো। লাইভ এই শো’টি নিজের ফেসবুক প্রোফাইলে #LINKUS_ROADTOFINAL হ্যাস ট্যাগ করতে হবে পাবলিক পোস্ট হিসেবে। চূড়ান্ত পর্যায়ে ‘রোড টু ফাইনাল’ শো শেষে লিনকাস আইডি এবং নাম জানা যাবে।
১৫ জুলাইয়ের ফাইনাল ম্যাচে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ১ লাখ টাকা। ১০, ১১ সেমিফাইনাল এবং ১৪ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে তিনজন ভাগ্যবান বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা করে। এছাড়াও থাকছে নানা পুরষ্কার। বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন