শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনকে সিএনজি-তে রূপান্তর করুন

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যানবাহনের জ্বালানি তেল চুরি করে বিক্রি করার অভিযোগ ছিল বহুকালের। বর্তমানে সরকারের বহু যানবাহন সিএনজি- ত রূপান্তরের ফলে এই তেল চুরি অনেক কমেছে। সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পেট্রোল ও ডিজেল চালিত সকল যানবাহন সিএনজি-তে রূপান্তর করলে তেল চুরির যে অভিযোগ রয়েছে সেটা সমপূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। আগামী দিনে সরকারের শুধু সিএনজি চালিত যানবাহন ক্রয় করতে হবে তেল চুরি প্রতিরোধের জন্য। যে সমস্ত পেট্রোল, ডিজেল চালিত যানবাহন রয়েছে সেইগুলিকে পর্যায়ক্রমে তিনটি প্যাকেজে ভাগ করে প্যাকেজ-১ সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহারকারী যানবহনকে, প্যাকেজ-২-এ প্যাকেজ-১ অপেক্ষা কম জ্বালানি ব্যবহারকারী যানবাহনকে, প্যাকেজ-৩-এ প্যাকেজ-২ অপেক্ষা কম জ্বালানি তেল ব্যবহারকারী যানবাহনকে সিএনজি-তে রূপান্তর করা যেতে পারে। এই কর্মসূচি বাস্তবায়ন হলে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাটের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন