শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তেঁতুলিয়ায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন

তেতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:১৮ এএম

‘ভিাটামিন এ খাওয়ান শিশুমৃত্যুর ঝুকি কমান’ এ ¯েøাগানকে সামনে রেখে আগামি ১৪ জুলাই সারা দেশে সকল শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। খন্দকার সামসুজ্জামান নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিষেশজ্ঞ ডা. আবু জাফর মো. আজাদ, আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া, স্বাস্থ্য পরিদর্শক শরিফ উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই লুৎফর রহমান। আগামী ১৪ জুলাই তেতুলিয়া উপজেলায় ১৭০টি ক্যাম্পে মোট ৪ হাজার ১৩৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে তার মধ্যে ৬-১১ মাস বয়সের শিশুর সংখ্যা ১৮২০ জন ও ১২-৫৯ মাস বয়সের শিশু ২৩১৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন