রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

‘অল নাইকি’ ফাইনাল

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

লুজনিকি স্টেডিয়ামে আগামীকাল কেবল ‘অল ইউরোপিয়ান’ নয়, ‘অল নাইকি’ ফাইনালও অনুষ্ঠিত হবে। কেননা ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলই যুক্তরাষ্ট্রের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির জার্সি পরে খেলে।
প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ফাইনালের দুটি দলই নাইকির জার্সি পরে খেলছে। তাই ফ্রান্স বা ক্রোয়েশিয়ার মধ্যে মস্কোর ফাইনালে যে-ই জিতুক না কেন, নাইকির ‘জয়’ নিশ্চিত! ফিফার দীর্ঘদিনের স্পন্সর অ্যাডিডাসের বিপক্ষেও তাই এক রকম জয় পেল নাইকি। নাইকির ইতিহাসে প্রথম।
এবারের বিশ্বকাপে খেলা ৩২ দলের মধ্যে ১২টির স্পন্সর অ্যাডিডাস। ১০টির স্পন্সর নাইকি। জার্মান আরেক প্রতিষ্ঠান পুমা রাশিয়া বিশ্বকাপের চারটি দলকে ক্রীড়া সামগ্রী সরবরাহ করেছে। এছাড়া নিউ ব্যালান্স দুটি এবং এররেয়া, হুমেল, উলস্পোর্ট এবং উমব্রো একটি করে দলের কিটস স্পন্সর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন