চলতি বিশ্বকাপে মাঠের খেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠ পরিচালনার খেলায় মেসিদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে ফাইনাল ম্যাচে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী রেফারি নেস্তর পিতানা। লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই আর্জেন্টাইন। ফাইনাল ম্যাচে পিতানার সাথে সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশী হার্নান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের বর্ন কুইপার্স ও অতিরিক্ত রেফারি হিসেবে থাকবেন কুইপার্সের স্বদেশী আরভিন জেইন্সত্রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন