রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

‘এখন মরতেও রাজি আছি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১০:০২ পিএম

ফুটবল হোক আর ক্রিকেট- সব বিশ্বকাপের ফাইনালই প্রতিটি খেলোয়াড়ের জন্য ক্যারিয়ারের লালিত স্বপ্ন। তবে সেই ফাইনালটি যদি ফুটবল বিশ্বকাপের হয় তাহলে এর শিহরণটাই অন্যরকম। আর রাত পোহালে এই শিহরণের স্বাদই পেতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার সু-দর্শন গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ। আগামীকাল রাশিয়া বিশ্বকাপের ফাইনাল। মস্কোতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া এ ম্যাচে মুখোমুখী হচ্ছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং ওই আসরের তৃতীয়স্থান অর্জনকারী দল ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের ফাইনালে উঠে বাকরুদ্ধ সুবাসিচ। ফাইনালে মাঠে নামার আগেই তিনি শিহরিত। এখন তিনি মরতেও রাজি আছেন বলে নিজেদের ফুটবল ফেডারেশনকে দেয়া এক বার্তায় জানান।
ফ্রান্স এর আগে দু’বার বিশ্বকাপের ফাইনালে খেললেও ক্রোয়েশিয়ার এটাই প্রথম। তাই বলা যায় স্বপ্ন এখন বাস্তব হয়ে দেখা দিয়েছে ক্রোয়েট ফুটবলারদের সামনে। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে তারা। নকআউট পর্বে টানা দু’ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করে ক্রোয়েশিয়াকে শেষ চারে টেনে এনেছেন এই গোলরক্ষক সুবাসিচই। সেমিতেও ইংলিশদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন। ফ্রান্সের বিপক্ষে কাল ফাইনালে মাঠে নামার আগে বৃহস্পতিবার ক্রোয়েট ফুটবল ফেডারেশনকে দেয়া এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানান সুবাসিচ। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, রাশিয়ায় এসে কিছু করতে পারব আমরা। আমাদের সকল স্টাফদের ধন্যবাদ জানাই যারা আমাদের জন্য স্বত্ব ত্যাগ করেছেন। সমর্থকদেরও ধন্যবাদ যারা ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের খেলা দেখতে এসেছেন।’
ক্লাব পর্যায়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে খেলে থাকেন সুবাসিচ। তাই ফ্রেঞ্চ ফুটবলারদের মনোভাব কিছুটা ভালো জানেন এই গোলরক্ষক। সুবাসিচের কথায়, ‘আমি ফ্রেঞ্চ খেলোয়াড়দের সঙ্গে খেলে প্রত্যেকদিনই তাদের কথা শুনি। এখন তাদেরকে ফাইনালে দেখবে। আমি ক্লাবকে বলেছি, আমরা দেখবো কীভাবে এই ম্যাচটি আমাকে নাড়া দেয়।’
ইংল্যান্ড ম্যাচ নিয়ে সুবাসিচ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা দারুণ খেলেছি। আমরা ’৯৮ এর ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মকেও টপকে গেছি। এখন আমরা বিশ্বকাপের ফাইনাল খেলব। আমি এখন মরতেও রাজি আছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন