রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবার মাইলি-লিয়ামের সম্পর্কচ্ছেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাগদানের পর আশু বিয়ের আগে গায়িকা –অভিনেত্রী মাইলি সাইরাসের সঙ্গে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের ছাড়াছাড়ি হয়ে গেছে। জানা গেছে সম্ভাব্য কখন তারা সন্তান নেবেন এমন বিষয়ে ঝগড়া থেকে তাদের এই ছাড়াছাড়ি। ২০১২তে তাদের প্রথম বাগদান হয় এবং তার কিছুদিন পরই হয় বিচ্ছেদ। তারপর তারা সন্ধি করে আবার হলিউডের পাওয়ার কাপল হিসেবে অধিষ্ঠিত হন আর সর্বশেষ কবে তারা সন্তানের মুখ দেখবেন এমন ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে বিবাদ করে আলাদা হলেন। এক সূত্র জানিয়েছে হেমসওয়ার্থ (২৮) বিয়ে করে দ্রæত সন্তানের বাবা হতে চাইছিলেন কিন্তু ২৫ বছর বয়সী মাইলি এখনও প্রস্তুত নন বলেই বোঝা যায়। সূত্র বলেছে : তাদের মধ্যে কথার মিল হচ্ছিল না। মাইলির বিয়ে তারিখ পেছানোতে লিয়াম ক্লান্ত আর বিরক্ত হয়ে উঠেছে। এবং আর বিয়েই করতে চাইছিল না। লিয়ামের পরিবার তাকে ধৈর্য ধরতে বলছিল। কিন্তু তার আর সইছিল না।”মাইলি গত সপ্তাহে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ম্যালিবুতে তার বাবা মায়ের কাছে ফিরেছেন আর লিয়াম তার জন্মস্থান অস্ট্রেলিয়াতে রয়ে গেছেন। অন্যদিকে লিয়াম আর মাইলি তাদেও ছাড়াছাড়ির গুজবটি হেসেই উড়িয়ে দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন