রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্কাইস্ক্রেপার্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রসন মার্শাল থার্বার পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘স্কাইস্ক্রেপার্স’। ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ (২০১৬),‘উই’আর মিলার্স’ (২০১৩), ‘দ্য মিস্ট্রিজ অফ পিটসবার্গ’ (২০০৯), ‘ডজবল: আ ট্রি আন্ডারডগ স্টোরি’ (২০০৪) থার্বার পরিচালিত চলচ্চিত্র। রসন মার্শাল থার্বার পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘স্কাইস্ক্রেপার’। ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ (২০১৬),’উই’আর মিলার্স’ (২০১৩), ‘দ্য মিস্ট্রিজ অফ পিটসবার্গ’ (২০০৯), ‘ডজবল: আ ট্রু আন্ডারডগ স্টোরি’ (২০০৪) থার্বার পরিচালিত চলচ্চিত্র। এফবিআইয়ের এক উদ্ধার দলের সাবেক প্রধান উইল সইয়ার (ডোয়েইন জনসন) এক সংঘর্ষে একটি পা হারাবার পর এখন বিশ্বের সবচেয়ে উঁচু কয়েকটি দালানের নিরাপত্তার দিকগুলো তদারক করে। চীনে এক দায়িত্ব পালনের সময় তাকে সপরিবারে পার্ল নামে ২৪০-তলা স্কাইস্ক্রেপার পরিদর্শনের জন্য আমন্ত্রণ দেয়া হয়। এই দালানটির নিরাপত্তার দায়িত্বও তাকে পালন করতে হয়। সে এক বৈঠকে জানায় পার্ল স্থাপত্য হিসেবে অতুলনীয় হলেও নিরাপদ নয়। ঘটনার পরম্পরায় একদল সন্ত্রাসবাদী দালানটির ৯৬তম তলা দখল করে আর তাতে পণবন্দী হয় উইলের স্ত্রী (নেভ ক্যাম্বেল) আর সন্তানরা। স্কাইস্ক্রেপারের কোথাও সন্ত্রাসবাদীদের আকাক্সিক্ষত একটি জিনিস আছে। উইলের ওপর দায়িত্ব আসে তার পরিবারের সবাইকে সহ বাকিদের উদ্ধার করা এবং দালানটি সন্ত্রাসবাদী মুক্ত করা।

হলিউড শীর্ষ পাঁচ
১ হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি : সামার ভ্যাকেশন
২ আ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প
৩ স্কাইস্ক্রেপার্স
৪ ইনক্রেডিবল্স টু
৫ জুরাসিক ওয়াল্ডর্ : ফলেন কিংডম

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন