রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এখন পর্যন্ত গানের জন্য একটি পয়সাও নেইনি -ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

গায়ক হিসেবে ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গত ঈদে এটিএন বাংলায় তার বিশেষ এক সঙ্গীতানুষ্ঠান প্রচার হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বেশ ঝড় ওঠে। গত ২১ জুলাই তার গান গাওয়া প্রসঙ্গে বলেন, আমি গান গেয়ে কোনো টাকা নিই না। গান গাই ভালোলাগা থেকে। আমার ছোটবেলা থেকে গানের শখ। এফডিসিতে এটিএন বাংলার ‘দুই ১০ দুই ২২’ লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অনেকে প্রশ্ন করে আপনার মনে খুব দুঃখ। খালি দুঃখের গান গান। এটা ভুল ধারণা। আমি ছোটবেলা থেকে রেকর্ড কালেকশন করতাম। আমার কালেকশনের বেশির ভাগ ছিল দুঃখের গান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি গান পছন্দ করি বলে আপনাদের অনেক শ্রদ্ধা করি। সব সসময় আমি আপনাদের শ্রদ্ধার চোখে দেখি। আপনারা মনে করবেন না, মাহফুজুর রহমান গান গাইছে বলে আমাদের ভাতটা মারবে। আমি এখন পর্যন্ত একটি পয়সাও গানের জন্য নেইনি। আমার নাম বেচে এটিএন বাংলা লাখ লাখ টাকার অ্যাড (বিজ্ঞাপন) উঠায়। কিন্তু আমি একটি পয়সাও নেই না। আমি পয়সা নিয়ে গান গাইতে আসি নাই। তার টেলিভিশন চ্যানেলের অগ্রগতি নিয়ে ড. মাহফুজুর রহমান বলেন, আমার যদি গুণ না থাকত তাহলে আমি চ্যানেলটাকে এ পর্যায়ে আনতে পারতাম না। ভালো কিছু করতে গেলে খারাপ কিছু হয়ে যায়। যে কাজ করে না তার কোনো দোষ নেই। আর এটা হবেই। যারা কাজ করে তাদের ভুল সব সময় হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন