শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া বন্ধে ডিসিকে স্মারকলিপি

দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার বিভিন্ন রুটে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদ। গতকাল (সোমবার) পরিষদের নেতাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
স্মারকলিপিতে লাখ লাখ যাত্রীদের জিম্মি করে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ও কৃত্রিম পরিবহন সঙ্কট বন্ধ, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিটি বাসে আসন নির্ধারণ, প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আসন নিশ্চিত এবং বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এ সময় পরিষদের আহŸায়ক ছরওয়ার উদ্দীন, উপদেষ্টা স ম ইউনুচ ও মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, মোহাম্মদ মিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন