হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শনিবার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল কমে গেছে। পরিবহন কম থাকায় তাতে উঠতে যাত্রীদের রীতিমত যুদ্ধ করতে হচ্ছে। আবার বাসে ওঠার সুযোগ পেলেও অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, মতিঝিল, গুলিস্তান ও শাহবাগ এলাকায় দেখা গেছে, বাসের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মাঝে মধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে ঠাসা। দু-একজন নেমে গেলে অপেক্ষারতরা বাসে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। দু-একজন বাসে ঠাঁই পেলেও বাকিরা হতাশ হয়ে পরের বাসের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হেঁটেই রওনা করেছেন অনেকে।
বাংলামোটর মোড়ে দেখা গেছে, যাত্রীতে ঠাসা শিকড় পরিবহনের একটি বাস আসে। গেটেও কয়েকজন দাঁড়ানো। এরমধ্যেই বাসে ওঠার চেষ্টা করলে চালকের সহকারী বলেন, ১৫ টাকার কম হলে কেউ বাসে উইঠেন না।
ওই বাস থেকে নামেন মো. ইয়াসিন। তিনি বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর কোনোরকম বাসে উঠেছিলাম। ১০ টাকার ভাড়া ১৫ টাকা নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন