দিন দিন রোগীর সংখ্যা হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক যে, হাসপাতালগুলোর পরিবেশ খুবই খারাপ। অনেক হাসপাতালের আসন সংখ্যা খুবই কম; অথচ প্রতিদিনই বিপুল সংখ্যক রোগী ভর্তি নেওয়া হচ্ছে। রোগীদের যন্ত্রণা এতে আরও বেশি বৃদ্ধি পায়। ব্যবস্থাপনায় ঝামেলা বাড়ছে। প্রয়োজনে অতিরিক্ত ব্যবহারে বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নেই হাসপাতালগুলোতে। খাবার-দাবারেও অনেক সরকারি হাসপাতাল অপরিচ্ছন্ন পরিবেশের সাক্ষী হয়ে আছে। ডাক্তারের দেখা পাওয়া আজ সোনার হরিণে পরিণত হয়েছে। ঘুষের মাধ্যমে রোগীদের কেবিন বরাদ্দ করা হয়। রোগীদের দেখলেই টাকা হাতিয়ে নেওয়ার ছক আঁকে। হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধ করে সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাইফুর রহমান মুন্না
কাছিকাটা, মোরেলগঞ্জ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন