শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওজিলের পাশে এরদোগান, আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বর্ণবাদের অভিযোগে জার্মানি জাতীয় দল থেকে মেসুৎ ওজিলের আচমকা অবসরে ঘটনায় তোলপাড় গোটা ফুটবল বিশ্ব। কাজটি ঠিক করেছেন কি-না- এ নিয়ে চলছে চূলচেরা বিশ্লষণ। আলোচনা-সমালোচনা হচ্ছে দু’পক্ষেই। ওজিলকে নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভূমিকা আছে তার। এই মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন সেই তুরস্ক প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এমনকি তার প্রতি হওয়া বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য নয় বলেও হঙ্কার দিয়েছেন! ওজিল জার্মানিতে জন্ম নিলেও তার বাবা-মা তুরস্ক বংশোদ্ভুত। তাই ওজিলের পরিবারের প্রতি পুরো সমর্থনের ঘোষণা দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তার প্রতি হওয়া অন্যায় আচরণেরও প্রতিবাদ জানিয়েছে ফেডারেশন।
আর্সেনাল মিডফিল্ডার ওজিল সমালোচনার মুখে পড়েন তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের সঙ্গে ছবি তুলে। গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ছবিটি প্রকাশ করেন। ঘটনায় সমালোচনার ঝড় বয়ে চলে পুরো রাশিয়া বিশ্বকাপ জুড়ে। জার্মানির ভরাডুবিতে অনেকে ওজিলকেই কাঠগড়ায় দাঁড় করান। এমন প্রতিকূল পরিস্থিতি সইতে না পেরে জার্মান ফুটবল দলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন ওজিল। তার ঘোষণার পরেও সমালোচনা থামেনি। এমন অবস্থায় তার পাশে রয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট এরদোগান। এক বিবৃতিতে ওজিলের পক্ষ নিয়েই তিনি জানান, ‘ওজিলের সঙ্গে আমি কথা বলেছি। বিবৃতিতে ওর যে মনোভাব ছিল তা পুরোপুরি দেশাত্ববোধক।’ এরপর অবশ্য হুঙ্কার দিয়ে এমন বর্ণবাদী আচরণে বিক্ষুব্ধ মনোভাব জানান এরদোয়ান, ‘যে তরুণ কিনা জার্মান জাতীয় দলের সফলতার জন্য ঘাম ঝরিয়েছে, তার প্রতি এমন বর্ণবাদী আচরণ গ্রহণ যোগ্য নয়। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’
শুধু এরদোগান কিংবা তুরস্কই নয় এই দুঃসময়ে ওজিল পাশে পাচ্ছেন তার ক্লাব আর্সেনালের নতুন কোচ উনাই এমেরি ও দলের অভিজ্ঞ গোলরক্ষক পিওতর চেকসহ সকল সদস্যদের। বিশ্বকাপ ব্যস্ততা শেষে নতুন মৌসুম শুরুর আগে বর্তমানে সিঙ্গাপুরে এক সপ্তাহের অনুশীলন ঘাঁটি গেড়েছে ইংলিশ ক্লাবটি। আজ রাতেই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে দলটি। সময় হাতে বেশি নেই। দলের সঙ্গে উত্তপ্ত এই পরিবেশের খাপ খাইয়ে নিতে দুই সেসনে অুনশীলন সারছে কোচ। দায়িত্ব নেবার পর প্রথম বারেরমত দক্ষিণ-পূর্ব এশিয়ান সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় এমেরি ভেবেছিলেন তাকে ঘিরেই আকর্ষণ থাকবে সংবাদমাধ্যমগুলোর। কিন্তু তাকে অবাক করে দিয়ে সাংবাদিকদের সোজাসাপ্টা প্রশ্নগুলো ছিল ওজিলকেন্দ্রীক। পিঠ সোজা করে সেগুলোরও জবাব দিয়েছেন নতুন আর্সেন বস। বলেছেন, ‘আমরা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। সে (মেসুৎ) দারুণ মানসিকতার অধিকারী, অভিজ্ঞ এবং সেরাদের একজন। আমরা তাকে পূর্ণ সহযোগীতা করতে চাই তাকে ভালো রাখতে। আমরা সকলেই জানি, ফুটবল বিশ্বে অনেকেই অনেক কথা বলবে। এগুলোকে পাশ কাটিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এই মুহূর্ত থেকে ওজিল আমাদের দায়িত্ব। তাকে “হোমলি” পরিবেশ দিতে আমরা সবকিছু করবো।’
সেই একই কথা ধ্বনিত হয়েছে দলটির অভিজ্ঞ গোলরক্ষক পিওতর চেকের কণ্ঠেও, ‘মেসুৎ দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারদের একজন। শুধু তাই নয়, সে এমেরির (কোচ) ৫ অধিনায়কের একজন (প্রস্তাবিত)। সে বিশ্বচ্যাম্পিয়নও। সে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের দলের জন্যও সে গুরুত্বপূর্ণ। এই দুঃসময়ে অবশ্যই আমরা সকলেই তার পাশে আছি। যাতে করে সে নতুন একটি মৌসুম নতুনভাবে শুরু করতে পারে।’
এতকিছু ঘটে যাওয়ার পর হঠাৎই যেন ঘুম ভাঙলো জার্মান কোচ জেয়াকিম লো’র। অনেকের মত তিনিও তিনিও পুরোপুরি বিস্মিত, তার দলের এমন একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়ে। বিশ্বকাপের পর সার্দিনিয়ায় ছুটি কাটাচ্ছেন লো। এর মধ্যেই শুনলেন ওজিলের অবসরের কথা। এজেন্ট হারুন আর্সালানের মাধ্যমে প্রথম প্রতিক্রিয়া পাওয়া গেলো জার্মান কোচের। লো’র এজেন্ট বলেছেন, ‘সিদ্ধান্ত ঘোষণার আগে জাতীয় দলের কোচের সঙ্গে কোনো যোগাযোগ করেনি ওজিল। উনি কিছু জানতেন না। আমার মাধ্যমে কোচের সঙ্গে সংযোগ স্থাপনের কোনো চেষ্টাও করেননি ওজিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন