শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজে নেতৃবৃন্দের শ্রদ্ধা

ন্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল বুধবার বিকেলে সংগঠনের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহামুদের নেতৃতে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ দীপ আজাদ, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধূরী, মনতোষ বসু, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, আব্দুল মজিদ, শাকিরুল কবির রিটন, দপ্তর সম্পাদক ররুন ভৌমিকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্যরে নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুন তপন চক্রবর্ত্তীর নেতৃত্বে, বাংলাদেশ সাব-এডিটর কাউন্সিলের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক শাহাদত রানার নেতৃত্বে, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন