শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দফায় দফায় বিমানের হজ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

হজযাত্রীর অভাবে বিমানের হজ ফ্লাইট দফায় দফায় বাতিল করতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ আরো দু’টি হজ ফ্লাইট বাতিল করেছে। উক্ত হজ ফ্লাইট দুটির একটি (বিজি-১০৬৩) বৃহস্পতিবার ভোররাতে এবং (বিজি-৫০৬১) বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেঁড়ে যাওয়ার কথা ছিল। আজ শুক্রবার বিমানের আরো তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে হজযাত্রী পরিবহনের ভয়াবহ সংকট দেখা দিতে পারে। বিমানের একটি সূত্র এ আভাস দিয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ রাতে ইনকিলাবকে বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় আজকের আরো তিনটি হজফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে বিমানের হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো দশটিতে। তিনি বলেন, যাত্রী সংকটের দরুন আরো হজ ফ্লাইট বাতিল করা হতে পারে। শাকিল মেরাজ জানান, বিমানের ৫ হাজার ৮০০ হজ টিকিট এখনও অবিক্রীত। হজ এজেন্সিগুলোকে দ্রæত টিকিট কেনার তাগিদ দেয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে আগামী আজ ৩ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত জেদ্দা ও মদিনাসহ আরো ৬টি ফ্লাইট যাত্রী অভাবের কারণে বাতিলের সম্ভাবনা আছে, যার প্রেক্ষিতে আরো আনুমানিক ২,৪০০ ক্যাপাসিটি হারাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন