চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের দলীয় দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেনÑকাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সহকারী প্রচার সম্পাদক মোশারফ হোসেন ও শ্রীপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন দুটির নির্বাচনের দায়িত্বে নিয়োজিত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার ইকরামুল কবির জানান, প্রতিদ্বন্দ্বি আর কোনো প্রার্থী না থাকায় কাশিনগর ইউনিয়নে মোশারফ হোসেন ও শ্রীপুর ইউনিয়নে শাহজালাল মজুমদার নির্বাচিত হতে যাচ্ছেন। এদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন