শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ট্রাম্পকে নিয়ে প্রামাণ্যচিত্র নিয়ে আসছেন মাইকেল মুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

হলিউডের সবচেয়ে সফল আর নন্দিত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি চলচ্চিত্র নিয়ে আসছেন। শুধু সাহসী বিষয়বস্তুই নয় এবার তিনি তাজা কিছু ধারণা দর্শকদের উপহার দেবেন। ‘ফারেনহাইট ইলেভেন/নাইন’ নামের চলচ্চিত্রটির ট্রেইলার গত সপ্তাহে মুক্তি দেয়া হয়েছে। চলচ্চিত্রটির পটভূমি ২০১৬ সাল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ডনাল্ড ট্রাম্প। চলচ্চিত্রটির নামের ইলেভেন/নাইন অংশটি ৯ নভেম্বর তারিখ নির্দেশ করে, এই দিনই ট্রাম্পকে নির্বাচনে জয়ী হিসেবে ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ২১ সেপ্টেম্বর, ২০১৮ চলচ্চিত্রটি মুক্তি পাবে। চলচ্চিত্রটি নিয়ে এখনও ওয়াইনস্টিন কোম্পানির সঙ্গে মুরের আইনি দ্ব›দ্ব চলছে। হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশিত হবার পর মোর ঘোষণা দেন তার প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পর্কে রাখতে চাইছেন না। ওয়াইনস্টিন কোম্পানি চলচ্চিত্রটিতে ৬ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা দিয়েছিল। সম্পর্কচ্ছেদের ঘোষণার সময় ওয়াইনস্টিন কোম্পানি এর মধ্যে ব্যয় হওয়া ২ মিলিয়ন ডলার ফেরত দেবার জন্য চাপ দিতে শুরু করে। মুরের বিখ্যাত প্রামাণ্য চিত্রের মধ্যে আছে- ফারেনহাইট নাইন/ইলেভেন’, ‘বোলিং ফর কলাম্বাইন’, ‘সিকো’ এবং ‘¯ø্যাকার আপরাইজিং’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন