বুধবার সকাল ৮টায় রাজধানীতে হাইকোর্ট চত্বর সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, রাজনীতিবিদ, উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা ঈদ জামাতে অংশ নেন।
নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। নামাজ শেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।
নামাজ শেষে প্রেসিডেন্ট সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মুসল্লিদেরও নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন