কাজলের আসন্ন চলচ্চিত্র ‘হেলিকপ্টার ইলা’তে অতিথি ভূমিকায় অমিতাভ বচ্চনকে দেখা যাবে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি খুশি কাভি গাম’ এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। প্রদীপ সরকার পরিচালিত ‘হেলিকপ্টার ইলা’তে অমিতাভ স্বভূমিকায় অভিনয় করবেন। “চলচ্চিত্রটিতে একটি বিশেষ দৃশ্য আছে যার জন্য তাকে দরকার ছিল, তাকে আমরা অভিনয় করার জন্য অনুরোধ করি। দৃশ্যটি গুরুত্বপূর্ণ আর মি. বচ্চনও রাজি হয়ে যান। তিনি আমার সঙ্গে আগেও কাজ করেছেন এবং অজয়-কাজলের ঘনিষ্ঠ বলে দ্বিধা করেননি।” এর আগে চলচ্চিত্রটি সম্পর্কে কাজল বলেছেন নারীর জীবনে মাতৃত্ব সবকিছুকে ছাড়িয়ে যায় কিন্তু এরপরও প্রতিটি নারীকে তার নিজের দিকে মনোযোগ দিতে হয়। ‘হেলিকপ্টার ইলা’র কাহিনী সন্তান পালন নিয়ে কাজল এতে এক একক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, তার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন। একটি গুজরাটি নাটক অবলম্বনে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নেহা ধুপিয়া। প্রযোজনা করেছেন অজয় দেবগন এবং জয়ন্তিলাল গাড়া। ৭ সেপ্টেম্বর ফিল্মটি মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন