শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

বেকারদের ডিজিটাল ডাটাবেজ হোক

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

বেকারত্ব দূরীকরণে চাই সুদূরপ্রসারী পরিকল্পনা। বেকারদের ডিজিটাল ডাটাবেজ থাকতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে যথাযথভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশের এক বিশাল জনগোষ্ঠীকে বেকার রেখে কখনও দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না। এ ব্যাপারে সরকার ও জনগণের কার্যকরী ভূমিকা রাখতে হবে। কর্মমুখী শিক্ষা বা কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থাই পারে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে। বিদেশে দক্ষ জনশক্তি রফতানি বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ডিগ্রি অর্জনকে শিক্ষার মূল লক্ষ্য না করে শিক্ষার গুণগত মানের দিকে নজর দিতে হবে। ঢালাওভাবে উচ্চতর ডিগ্রি অর্জনের প্রতিযোগিতা থামাতে হবে। বেকারত্ব দূরীভূত না হলে সমাজে নানা রকমের সামাজিক অস্থিরতা ও নৈতিক স্খলন বাড়তেই থাকবে। এতে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করবে নিশ্চিত, যা কোনো জাতির কাম্য হতে পারে না।
আবুল খায়ের,
রাধাবল্লভ, রংপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন