শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

পথচলা হোক নিরাপদ

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

সম্প্রতি এক শ্রেণির রিকশাচালক দেখা যায়, যারা ভাড়া নিয়ে খুব একটা দরদাম করে না। তারপর যখন রিকশায় উঠবেন, তখন কিছুদূর যাওয়ার পর খেয়াল করলে দেখবেন, তারা মোবাইল ফোনে কথা বলছে অথবা ইয়ারফোন ব্যবহার করছে। কথার তালে তালে তারা আপনার গন্তব্যস্থল, বর্তমান অবস্থান এবং কোন রাস্তা দিয়ে যাবে তার বর্ণনা দিতে থাকবে তার সঙ্গীকে। সচরাচর যে ভাষায় এরা কথা বলে, তার একটা নমুনা দেয়া যাক- ‘এই তো অহন খিলগা তালতলা আছি, যামু মগবাজার ওয়ারলেস। তুই বাইর হ, আমি খ্যাপটা নামায় দিয়াই আইতাসি। না, মৌচাক দিয়া যামু না, রাস্তা খারাপ। ডাক্তার গলি দিয়া বাইর হমু’ ইত্যাদি। এরা আসলে ছিনতাইকারী চক্র। আর এদের প্রধান টার্গেট হলো নারী ও কম বয়সী ছেলেমেয়েরা। জায়গামতো নিয়ে গিয়ে ঘটিয়ে ফেলতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। নির্জন রাস্তা, চিপা গলি আর মানুষের আনাগোনা যে সময় কম থাকে, সে সময়টা এরা টার্গেট করে। এ রকম পরিস্থিতিতে বুঝেশোনে, তাদের না বুঝতে দিয়ে নেমে পড়ুন অথবা ছলেবলে দোকান থেকে কিছু কিনবেন বলে নেমে দোকানে ঢুকে পুলিশ ও নিকটাত্মীয়দের ফোন করুন। এ রকম ঘটনা সিএনজিতেও হতে পারে। তাই সাবধান।
সাইয়েদা তাইয়েবা
ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন