চিকিৎসকদের কাছে অনুরোধ
অতি দরিদ্র লোকেরা অসুস্থ হলে চিকিৎসকের ফি এবং ওষুধের দামের কারণে অনুমোদিত চিকিৎসকদের কাছে সেবা গ্রহণে শরণাপন্ন হন না। আধুনিক চিকিৎসাসেবা তাদের কাছে স্বপ্নবিলাস। অবশিষ্ট লোকেরা অসুস্থ হলে চিকিৎসকদের কাছে হাজির হন। দেশের ৭০ শতাংশ লোক দরিদ্র (অতিদরিদ্র নয়) বলে অসুস্থ হলে চিকিৎসাসেবা ক্রয়ের বিষয় ভেবে চিন্তিত হয়ে পড়েন। বর্তমান সময়ে চিকিৎসকদের কাছে হাজির হলে প্রথমেই তারা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কতগুলো টেস্ট করাতে নির্দেশ দেন। চিকিৎসকরা বাংলাদেশের সমাজে উচ্চশিক্ষিত এবং সমাজে সম্মানিত ব্যক্তি। রোগীকে টেস্ট করার জন্য তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। অপ্রয়োজনীয় টেস্ট এড়িয়ে কেবল প্রয়োজনীয় টেস্ট করাতে পরামর্শ দেওয়া প্রয়োজন। তারা দামি দামি ওষুধের ব্যবস্থাপত্র দেয়া থেকে বিরত থেকে যেসব ওষুধের দাম কম কিন্তু মানসম্পন্ন ও রোগীর রোগ উপশমে উপযুক্ত, কেবল সেসব ওষুধেরই ব্যবস্থাপত্র দেয়া প্রয়োজন। রোগ সারাতে এসে রোগী যেন দরিদ্রতার চাপে না পড়ে, সে বিষয়টিও চিকিৎসকদের বিবেচনায় নেয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
মো. আশরাফ হোসেন
ব্যাংক টাউন, সাভার, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন