সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। জৈন্তাপুরেই ১৯৫৫ সালে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এ পর্যন্ত সর্বমোট সাতটি গ্যাসকূপ খনন করা হয়েছে এখানে। এর মধ্যে একটিতে তেলের সন্ধানও পাওয়া গেছে। এখান থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু গ্যাসক্ষেত্রটি জৈন্তাপুর উপজেলার মধ্যে থাকা সত্তে¡ও উপজেলায় কোনো গ্যাসের সংযোগ নেই। গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর ৬০ বছর কেটে গেলেও জৈন্তাপুর এলাকার মানুষ এখনো গ্যাস ব্যবহার করতে পারেনি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী গ্যাসের দাবিতে আন্দোলন করে এলেও কেউ কানে তুলছে না। এখন এলাকার মানুষের একটাই চাওয়া, জৈন্তাপুরের গ্যাস যেন জৈন্তাপুরের মানুষেরও অধিকার প্রতিষ্ঠিত হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আতাউর রহমান,
শাবিপ্রবি, সিলেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন