গৌরব চান্দনা (শাহরুখ খান) দিল্লির এক তরুণ। দেখতে প্রায় বলিউডে সুপারস্টার আরিয়ান খান্নার (শাহরুখ) মতো। আরিয়ানের দারুণ ভক্ত সে। স্থানীয় এক মেলায় সে সুপারস্টার লুকঅ্যালাইক প্রতিযোগিতায় জয়ী হয়ে সে তার প্রিয় তারকার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই পৌঁছে সে বুঝতে পারে তারকার সঙ্গে দেখা করা খুব কঠিন। পরে আরেক তারকা আরিয়ানের সমালোচনা করলে গৌরব তাকে আটক করে তার কাছ থেকে প্রিয় তারকার কাছে দুঃখ প্রকাশ করায়। তার আশা ছিল আরিয়ান এজন্য তার প্রশংসা করবে। কিন্তু আরিয়ান তার এই কাজকে অপরাধ বলে উল্লেখ করলে সে ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে ওঠে। সহিংস হয়ে ওঠে সে। প্রথমে সে বাড়ি গিয়ে আরিয়ানের সব পোস্টার পুড়িয়ে ফেলে এবং তার অপমানের প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা করে আরিয়ানের অবস্থান আর সম্মান সে ধ্বংস করে ফেলবে। এক বছর পর আরিয়ান লন্ডন গেলে গৌরব তাকে অনুসরণ করে এবং আরিয়ানের ছদ্মবেশে আগ্নেয়াস্ত্র নিয়ে মাদাম ত্যুসো জাদুঘরে আতঙ্কের সৃষ্টি করে, তার বদলে গ্রেফতার হয় আরিয়ান। ভারতীয় রাষ্ট্রদূতের সহায়তায় ছাড়া পায় কিন্তু গৌরব তার কাজ চালিয়ে যেতে থাকে। সে দাবি করে আরিয়ানকে তার কাছে ক্ষমা চাইতে হবে। আরিয়ান এক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসে। সেখানে গৌরব এক নারীকে আক্রমণ করে, বদনাম হয় আরিয়ানের। এরপর সে আরিয়ানের বাসায় ঢুকে আতঙ্কের সৃষ্টি করে। শেষ পর্যন্ত না পেরে আরিয়ান নিজেই গৌরবের ছদ্মবেশ নিয়ে তাকে রোখার পদক্ষেপ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন