শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২৫ বছর পর মঞ্চে অভিনয় করলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশের অন্যতম সেরা নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। দলটির হয়ে একাধিক নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সেলিম আল দীনের লেখা ‘যৈবতী কন্যার মন’ নাটকের পরী চরিত্রে সুবর্ণার অভিনয় এখনও দর্শকদের হৃদয়ে গেঁথে আছেন। তদে প্রায় ২৫ বছর ধরে তিনি মঞ্চে অভিনয় করছেন না। দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে অভিনয় করলেন সুবর্ণা। তবে কানাডার টরন্টোর মঞ্চে তিনি অভিনয় করছেন। গত ২৫ আগস্ট টরন্টোর প্যাভিলিয়ন মঞ্চে বদরুল আনাম সৌদ রচিত ও নির্দেশিত ‘একটি কাল্পনিক সত্যি কাহিনী’ নাটকের মঞ্চায়ন হয়। নাটকের প্রধান তিনটি চরিত্র। রেবেকা, অপর্ণা ও দেবদূত। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ ও আহমেদ হোসেন। নাটকটির শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন উত্তম গুহ। চল্লিশ মিনিটের এই নাটকটি উপভোগ করেন মিলনায়তন ভর্তি দর্শক। দর্শকের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও চিত্রলেখা গুহ। টরন্টোতে অনুষ্ঠিত এই আয়োজনটির শিরোনাম ছিল স্বর্ণালি সন্ধ্যায় দ্য বিটস অব বাংলাদেশ। টরন্টো প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশি দর্শকও নাটকটি উপভোগ করেন। উল্লেখ্য, ঢাকা থিয়েটারের হয়ে মুনতাসীর ফ্যান্টাসি, শকুন্তলা’, কসাই, কিত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতি কন্যার মন দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসিত হন সুবর্ণা মুস্তাফা। নব্বই দশকের পর থেকে তিনি আর মঞ্চে অভিনয় করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন