শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ট্রাফিক পুলিশের ভূমিকা বাড়াতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

আইনের সঠিক প্রয়োগ না থাকায় দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় একের পর এক অকালমৃত্যু আমাদের প্রত্যক্ষই করতে হচ্ছে; কিন্তু এ অরাজক পরিস্থিতিও মোকাবেলা করতে হচ্ছে, যা কারোরই কাম্য নয়। সড়ক দুর্ঘটনার মূল অনুষঙ্গ গাড়ির বেপরোয়া গতি। পরীক্ষা ছাড়া যেন কেউ লাইসেন্স না পায় সে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। একই সঙ্গে টেকনোলজি স্পিড ক্যামেরা বসাতে হবে। পরিস্থিতির উত্তরণে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের দক্ষতা বাড়াতে হবে। হাইওয়ের পুলিশের জন্য আরো অধিক স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ দিতে হবে। তাদের ট্রেনিংপ্রাপ্ত হতে হবে এবং প্রযুক্তি দিয়ে তাঁদের সজ্জিত করতে হবে, যাতে অনেক দূর থেকে তারা হাইওয়ে কন্ট্রোল করতে পারেন। সড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে ওভারটেকিং, ওভারলোড ও ওভারস্পিড নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা আরো জোরদার করতে হবে।
আবুল বাশার মিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন