রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিব ‘আনফিট’ মানতে নারাজ কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আঙুলের চোটে থাকা সাকিব আল হাসান এক সাক্ষাতকারে বলেছিলেন তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। এশিয়া কাপে কীভাবে ব্যাট বা বল করবেন তা নিয়েও দ্বিধার কথা জানিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এই খবরে একমত হতে পারলেন না। তার বিশ্বাস দলের সেরা অস্ত্র খেলার মত অবস্থাতেই আছেন।
এশিয়া কাপে যাওয়ার আগে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হন কোচ স্টিভ রোডস ও অধিনায়ক মাশরাফি মুর্তজা। সাকিবের ফিটনেস নিয়ে দোলাচল তৈরি হওয়া নিয়ে কোচের মন্তব্য, ‘আমার মনে হয় না সে ২০-৩০ শতাংশ ফিট। আমার মনে হয় সে এরচেয়ে অনেক ভালো অবস্থায় আছে। তার মন্তব্য একটা হিট শিরোনাম তৈরি করেছে। আমি নিশ্চিত সাকিব এরচেয়ে ভাল আছে। ওয়েস্ট ইন্ডিজে সে যেভাবে ব্যাট বা বল করেছে তা ছিল দারুণ। ’
বা হাতের কনিষ্ঠা আঙুলে চোট থাকায় কয়েক সিরিজ থেকেই ইনজেকশন নিয়ে খেলছেন সাকিব। চোট সারাতে দরকার অস্ত্রোপচার। তবে সুবিধাজনক সময়ে সেটা করালেই চলবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। রোডসের বিশ্বাস ৬০ থেকে ৭০ শতাংশ ফিট সাকিবও বাংলাদেশের জন্য সম্পদ, ‘সবাই জানে তার অস্ত্রোপচার করতে হবে। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নিয়েছে সে। এশিয়া কাপ বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সে পুরো ফিট নয় কিন্তু ক্যারিবিয়ানে যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারে তাহলে দুর্দান্ত ব্যাপার হবে। সে অসাধারণ একজন ক্রিকেটার। এমনকি সাকিব যদি ৬০ থেকে ৭০ শতাংশ ফিটও থাকে তাও অনেক দারুণ কিছু মিলবে তার কাছ থেকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন