ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিবাসীরা অনেক দিন ধরে কমিউনিটি সেন্টারের অভাবে ভুগছে। তারা পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের জন্য উপযুক্ত কমিউনিটি সেন্টার পাচ্ছে না। সম্ভবত ২০০৪-০৫ অর্থবছরে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন (বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) খিলগাঁও আবাসিক এলাকায় একটি কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ শুরু করেছিল। কাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। এরপর ১২ বছর পার হলো, নির্মাণকাজ বন্ধ হয়ে রয়েছে। কমিউনিটি সেন্টারটি নির্মিত হলে স্থানীয় অধিবাসীদের বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার বিরাট সুযোগ তৈরি হবে। সরকার প্রয়োজনের সময় জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণ, টিকা প্রদান প্রভৃতি কাজে সেটি ব্যবহার করতে পারবে। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, খিলগাঁও কমিউনিটি সেন্টারটিকে একটি আধুনিক কমিউনিটি সেন্টার হিসেবে নির্মাণ করার কাজ শেষ করুন।
মো. আশরাফ হোসেন
সেন্ট্রাল বাসাবো, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন