বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

গণপরিবহনে নারীদের বিড়ম্বনা

চিঠিপত্র

নীলিমা চৌধুরী | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আমাদের সবারই মা, বোন, কন্যা আছে। পরিবার বা নিজের প্রয়োজনেই হোক, নারীদেরও দিনদুপুরে কিংবা রাতবিরাতে পথ চলতে হয়। যাত্রী হয়ে গণপরিবহনে চলাচল করতে হয়। দিনে যতটা না, রাতে তার চেয়ে বেশি নিরাপত্তা শঙ্কা নিয়ে তাদের চলতে হয়। বাংলাদেশে নারী যাত্রীদের যৌন হয়রানি ও ইভ টিজিংয়ের শিকার হতে হয়। বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে গণপরিবহনসংশ্লিষ্ট লোকজন অথবা পুরুষ যাত্রীদের দ্বারা শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হতে হয়। অনেকে হয়তো সাহস করে প্রকাশ করে, প্রতিবাদ জানায়। অনেকে সম্মানের ভয়ে হয়রানির শিকার হলেও প্রকাশ করে না। আমাদের দেশে একদিকে যেমন নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা রয়েছে, তেমনি রয়েছে সামাজিক সচেতনতার অভাব। গণপরিবহনে নারীদের ওপর এমন যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে এবং নিরাপত্তা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নারীদের প্রতি সংবেদনশীল হতে হবে। রাতে নারীদের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি আমাদের পুরুষদেরও মনমানসিকতার পরিবর্তন দরকার। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।
ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন