পিরোজপুরের পাশেই হুলারহাট। এই হুলারহাটের পাশ থেকে বয়ে গেছে কচা নদী। কচার ওপরে ব্রিজ না থাকায় ঢাকা, বরিশাল, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ বিভিন্ন স্থানের যানবাহনগুলোকে পিরোজপুরে আসতে এবং পিরোজপুর থেকে ওই সব স্থানে যেতে ফেরি পারাপারের মাধ্যমে চলাচল করতে হয়। মাঝে মধ্যে কচা নদীতে ফেরি বিকলও হয়ে পড়ে। তখন যানবাহনগুলো পারাপারে বাধা সৃষ্টি হয়। এ যেন এক চরম দুর্ভোগ। কচা নদীর ওপর ব্রিজ স্থাপিত হলে এ দুর্ভোগের অবসান ঘটবে বলে আমরা মনে করি। সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে উদ্যোগী হয়ে কচা নদীর ওপর অবিলম্বে ব্রিজ নির্মাণ করবে বলে আশা রাখি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন