এই কাহিনী চীন-ভারতের ১৯৬৭ সালের নাথু লা আর চো লা খণ্ডযুদ্ধ নিয়ে। ভারতীয় বাহিনী নাথু লা সীমান্তে কাঁটাতার বসাতে শুরু করলে চীনারা বাধা দেয়। কিন্তু ভারতীয়রা তাদের কাজ অব্যাহত রাখে এতে চীনের দিক থেকে প্রথমে মেশিনগানের গুলি বর্ষণ শুরু হয়, তারপর ভারী গোলা বর্ষণ। প্রথমে চীনারা সুবিধা আদায় করলেও ভারতীয়দের উঁচু জায়গায় ঘাঁটি থাকার কারণে তারা এগিয়ে যায়। মেজর জেনারেল সগত সিং (জ্যাকি শ্রফ) রাই সিং যাদবকে (অর্জুন রামপাল) ভারি গোলাবর্ষণ করার হুকুম দেয়। সাফল্যের দ্বারপ্রান্তে এলে চীনারা এক মনস্তাত্তি¡ক কৌশল গ্রহণ করে, এতে ভারতীয়রা যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়। এর পরপরই চীনারা চো লাতে সিকিম-তিব্বত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে যায়। ভারতীয়রা গিরিপথ দিয়ে উটে করে গিয়ে সেখানেও চীনাদের হটিয়ে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন