শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পদ্মার ভাঙনকবলিতদের ফ্রি চিকিৎসা ক্যাম্প

গোয়ালন্দ (রাজবাড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজবাড়ির কালুখালীতে পদ্মায় ভাঙনের কবলিত ও গরিব দুস্থদের নিয়ে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গার্ডেনের উদ্যোগে কালুখালীর কিং জুটমিল মাঠে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি লায়ন অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান।
এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন, লায়ন ডাঃ সৈয়দ হামেদুল হক, লায়ন ডাঃ শহিদুল আজম রাসেল, লায়ন ডাঃ পিযুষ কান্তি দাস ও লায়ন ডাঃ অনুতম বণিক। আয়োজকরা জানান, সম্প্রতি সময়ে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পদ্মার ভাঙনে বিলীন হয়েছে। নদীভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষসহ এলাকার হতদরিদ্রদের জন্য এই আয়োজন। দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে, চক্ষু রোগের চিকিৎসা, ডায়াবেটিকস পরীক্ষাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন