মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পরিচ্ছন্ন নগরী হোক ঢাকা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা মানেই যানজট, ধূলাবালি, ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিষ্কার-অপরিচ্ছন্ন, যার খুশি সে রাস্তায় ময়লা ফেলে, রাস্তা দখল করে ইট, বালু, সিমেন্ট, রড, ময়লার স্তূপ রাখে, ড্রেন উপচে রাস্তায় ময়লা পানি জমে, ফুটপাত দখল করে দোকানপাট বসানো, খাল-জলাশয় দখল করে বাড়িঘর নির্মাণ ইত্যাদির জঞ্জালের নগরী। বহু বছর ধরে এই অবস্থা দেখে আসছি। এসব সমস্যার সমাধানে মাঝে মধ্যে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এর কোনো সমাধানই চোখে পড়ে না। অথচ ঢাকার বাসিন্দারা নিয়মিত ট্যাক্স দিয়েও পাচ্ছেন না একটি সুন্দর নগরীর চিত্র।
এদিকে সম্প্রতি বিদেশের এক শহরে গিয়ে দেখলাম, সেখানে নেই কোনো ধূলাবালি, কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলেনও না, রাস্তার ফুটপাত দখল করে দোকানপাটও বসান না, নেই কোনো মশা। ওই নগরীর অলিগলিতে ঘুরেও চোখে পড়েনি রাস্তা দখল করে কেউ ইট, বালু, রড, সিমেন্ট, ময়লা-আবর্জনার স্তূপ। ঝকঝকে-তকতকে পরিচ্ছন্ন নগরী দেখে মুগ্ধই হলাম। এও শুনলাম, যারা রাস্তাঘাটে রড, সিমেন্ট, বালু, ইট রাখবেন তাদের সঙ্গে সঙ্গে বিপুল অঙ্কের জরিমানা নির্ধারণ করে এক সময় অর্থ আদায় করা হতো। যে জন্য এখন আর কেউ এ অবস্থার সৃষ্টি করতে সাহস পায় না। অর্থাৎ তারা ভদ্র হয়ে গেছে। আমাদের দেশের নগরীগুলোতে যারা রাস্তাঘাট দখল করে ইট, বালু, সিমেন্ট, রড, ময়লার স্তূপ রাখবেন, তাদেরকে বিপুল অঙ্কের জরিমানা ধার্য করে আদায় করা হলে নগরী পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

লিয়াকত হোসেন খোকন
রূপনগর
ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন